full screen background image
স্বাধীন পেশায় লেখক জ্যোতিষী। ১৯৫১ সালে কোলকাতায় জন্ম। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যে স্নাতক। পৈতৃকসূত্রে দেশ অবিভক্ত বাংলার যশোর জেলায়। একুশ বছর বয়েস থেকে বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক পত্রিকায় স্থান পেয়েছে জ্যোতিষের প্রশ্নোত্তর বিভাগ, ছোট গল্প, রম্যরচনা, প্রবন্ধ, ভিন্নস্বাদের ফিচার। আনন্দবাজার পত্রিকা, সানন্দা, আনন্দলোক, বর্তমান, সাপ্তাহিক বর্তমান, সুখী গৃহকোণ, সকালবেলা সাপ্তাহিকী, নবকল্লোল, শুকতারা, দ্য টাইমস অফ ইন্ডিয়ার নিবেদন 'আমার সময়' সহ অসংখ্য পত্রিকায় স্থান পেয়েছে অজস্র ভ্রমণকাহিনি, গবেষণাধর্মী মনোজ্ঞ রচনা।
লেখকের সুখ্যাত গ্রন্থগুলির মধ্যে আছে তীর্থ হিমালয়ে, জ্যোতিষী পণ্ডিত না ৪২০?, ভারতের মন্দিরে মন্দিরে, তিন তীর্থে, সেকালের পুজো পার্বণ ও মেলা উৎসব, ভালো থাকার সহজ উপায়, ভারত তীর্থে পঞ্চপাণ্ডব, কুম্ভমেলা ও সাধুদর্শন, ভ্রমণ ও সাধুসঙ্গ।
দেশ, আনন্দবাজার পত্রিকা, সানন্দা, যুগান্তর, বসুমতী, উদ্বোধন পত্রিকার সমালোচনায় প্রশংসামুখর তত্ত্ব ও তথ্যপূর্ণ আধ্যাত্মিক ভ্রমণসাহিত্যের এক অনবদ্য চমকপ্রদ ভ্রমণকাহিনি 'ভ্রমণ ও সাধুসঙ্গ'।
প্রকাশিত হল আসমুদ্রহিমাচল ভ্রমণকারী পরিব্রাজক লেখকের অনন্যসাধারণ গ্রন্থ 'বাংলার প্রাচীন কালী-কথা'। প্রকাশের পথে 'শিবশংকর রচনা সংগ্রহ'।
ওয়েবসাইটে শিবশংকর ভারতীর লেখা
পত্রিকায় শিবশংকর ভারতীর লেখা
শিবশংকর ভারতীর গ্রন্থ সমাহার
Copyright © 2015 Sibsankar Bharati. All rights reserved. Contact and Chember Address - 55/5, Sastitala Road, Narkeldanga, Kolkata - 700011. Powered by Web Ways